বিনোদন

ক্যারিয়ারের শুরুতে কার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন অমিতাভ বচ্চন? ফাঁস অজানা খবর

একদিনে বলিউডের মেগাস্টার হননি অমিতাভ। যথেষ্ট কাটখড় পোড়াতে হয়েছে তাকে। এমনকি মাথা গোঁজার ঠাই হয়েছিল অন্যের বাড়িতে। ক্যারিয়ারের শুরুর দিকে বলিউডের কিংবদন্তি অভিনেতা মাহমুদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বিগ-বি। ভারতীয় সংবাদয়ামধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি একটি টকশোয়ে এসেছিলেন মাহমুদের ভাই আনোয়ার আলী। অমিতাভ সম্পর্কে বেশকিছু কথা বলেছেন তিনি। আনোয়ার বলেন, ‘অমিতাভ আসামাত্রই আমাদের যৌথ পরিবার তাকে সাদরে গ্রহণ করে নিয়েছিল। আমার বোনেরা তার দিকে হা করে তাকিয়ে থাকত। অমিতাভকে রেঁধে খাওয়াত তার প্রিয় কিছু পদ। ঢেঁড়স খেতে খুব ভালবাসত অমিতাভ। আমার এক বোন তাকে সেটি রেঁধে খাওয়াত।’

আনোয়ার আরও জানান, ক্যারিয়ারের প্রথম দিকে তেমন প্রতিপত্তি তৈরি হয়নি অমিতাভের। মাহমুদের জাগুয়ার গাড়ি চেপে স্টুডিওতে যেতেন তিনি। প্রযোজকদের সঙ্গে দেখাও করতেন। মাঝেমাঝে গাড়ির তেল ফুরিয়ে গেলে ট্রেনে করে ঘরে ফিরতেন।
তবে আশ্রয়দাতা মাহমুদের সঙ্গে এই মধুর সম্পর্ক শেষ পর্যন্ত ছিল না অমিতাভের। একসময় তা রূপ নেয় তিক্ততায়। তবে বিষয়টি নিয়ে কেউ কখনও মুখ খোলেননি তারা।

Back to top button