কৃতিকে নিয়ে নেতিবাচক মন্তব্য এক নেটিজেনের, কড়া জবাব দিলেন বোন নূপুর
সামাজিক মাধ্যমে তারকাদের পোস্টে অনেকেই নানা কমেন্ট করেন। তবে ভক্তদের নেতিবাচক মন্তব্য এড়িয়ে চলার চেষ্টা করেন তারকারা। সম্প্রতি অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুর শ্যাননের পোস্টে তেমনই এক নেতিবাচক মন্তব্য করেন এক ভক্ত। কিন্তু তাতে চুপ না থেকে এর কড়া জবাব দিলেন নূপুর।
গত ২৭ জুলাই ছিল কৃতির কৃতির ৩৩তম জন্মদিন। এই বিশেষ দিনে নিজের প্রসাধনী সংস্থা ‘হাইফেন’-এর ঘোষণা করেন নায়িকা। বোনের নতুন ব্যবসার খবরে খুশি নূপুরও। কারণ এই ব্যবসার কথা ঘোষণার আগে কৃতির কঠোর পরিশ্রমের সাক্ষী ছিলেন তিনি। নায়িকার জন্মদিনের শুভেচ্ছাতেও সেই পুরোনো দিনগুলোর কথা ইনস্টাগ্রাম পোস্টে উল্লেখ করেন নূপুর। নায়িকার এই নতুন ঘোষণায় খুশি তার ভক্ত থেকে কাছের মানুষেরাও। শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে কৃতির কমেন্টবাক্স। কিন্তু এত ইতিবাচক মন্তব্যের মাঝেও নূপুরের চোখে পড়েছে বেশ কিছু নেতিবাচক মন্তব্য। পোস্টে একজন মন্তব্য করেন, ‘দুই ফ্লপ বোন।’
এ ক্ষেত্রে চুপ থাকলেন না কৃতির বোন। এক মিনিটও দেরি না করে নূপুর উত্তর দেন, ‘তবুও আপনি আমাদের ফলো করেন।’ সঙ্গে বেশ কিছু হাসির স্টিকার।
কিছু দিন আগেই মুক্তি পেয়েছে কৃতির নতুন ছবি ‘আদিপুরুষ’। সিনেমার কাজ তো আছেই, সঙ্গে শুধু প্রসাধনী সংস্থা নয়, নিজের প্রযোজনা সংস্থাও খুলেছেন নায়িকা। ইতিমধ্যেই অভিনেত্রীর প্রযোজনা সংস্থার নামের সঙ্গে সুশান্ত সিংহ রাজপুতের যোগ খুঁজে পেয়েছেন ভক্তরা।
কৃতির প্রযোজনা সংস্থা ‘ব্লু বাটারফ্লাই’ নামের সঙ্গে জুড়ে রয়েছেন সুশান্ত। কারণ সামাজিক মাধ্যমে সুশান্ত সব থেকে বেশি এই ইমোজি ব্যবহার করতেন। এই বিষয়ে জল্পনার মাঝে নায়িকা অবশ্য সব ধোঁয়াশা স্পষ্ট করেছেন।
তিনি বলেন, ‘প্রজাপতি আমার খুব পছন্দ। পাশাপাশি, নীল রং আমার বড্ড প্রিয়। আমার ইনস্টা বায়োতেও দীর্ঘ দিন ধরে প্রজাপতি রয়েছে। আমি কমেন্ট করার সময়ও এই ইমোজি ব্যবহার করি। কবিতা লেখার সময়ও ওই চিহ্ন ব্যবহার করে থাকি।’