বিনোদন

কন্যা সন্তানের মা হলেন স্বরা ভাস্কর, ছবি শেয়ার করতেই শুভেচ্ছার বন্যা নেটিজেনদের

মা হয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। গত শনিবার কন্যা সন্তানের জন্ম দিলেও সুখবরটি স্বরা ইনস্টাগ্রামে ভাগ করে নেন সোমবার সন্ধ্যায়।

গত বছরের ফেব্রুয়ারিতে এক প্রকার কোনো ঘোষণা ছাড়াই রাজনীতিবিদ ও সমাজকর্মী ফাহাদ আহমেদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেত্রী। তারপর মার্চ মাসে বিয়ের সামাজিক অনুষ্ঠান। গায়েহলুদ থেকে মেহেন্দি, সংগীত— স্বরা ও ফাহাদের বিয়েতে আয়োজন ছিল সব অনুষ্ঠানের।

এ ছাড়াও একাধিক রিসেপশনের আয়োজন করেছিলেন দম্পতি। বিয়ের কয়েক মাস পরে গত জুনে সামাজিকমাধ্যমে স্বরা ঘোষণা করেন, তিনি সন্তানসম্ভবা। অবশেষে স্বরা এবং ফাহাদের ঘর আলো করে এলো কন্যা সন্তান। তারা আদর করে নাম রাখলেন রাবিয়া।

 

View this post on Instagram

 

A post shared by Swara Bhasker (@reallyswara)

শোনা যাচ্ছে, সুফি সন্ত রাবিয়া বাসরির নামেই সন্তানের নামকরণ করেছেন স্বরা এবং আহমেদ। সোমবার সদ্যোজাতের সঙ্গে বেশ কিছু পারিবারিক ছবি ভাগ করে নিলেন স্বরা। সকলের কাছে আশীর্বাদও চেয়ে নিলেন অভিনেত্রী।

Back to top button