‘এর থেকে ভালো প্রত্যাবর্তন আর হতে পারে না’ : সোনাম কাপুর
প্রায় চার বছর পর আবার পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। খুব শিগগিরই তাঁকে ‘ব্লাইন্ড’ ছবিতে দেখা যাবে। এই ক্রাইম-থ্রিলারধর্মী ছবিটির মাধ্যমে ওটিটিতে তাঁর অভিষেক হতে চলেছে। ছবিতে তাঁকে এক অন্ধ পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। এমন একটা ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত সোনম। প্রথম আলোকে পাঠানো এক বিবৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছেন, ‘এর থেকে ভালো প্রত্যাবর্তন আর হতে পারে না। আর এই ছবিতে আমার অভিনীত চরিত্রটি দুর্দান্ত। সব মিলিয়ে আমি রোমাঞ্চিত।’
সোনমের বক্তব্য, ‘ক্যামেরার সামনে দাঁড়াতে আমি দারুণ ভালোবাসি। আর আমার কাজ আমার আবেগ।
আমি আমার প্রতিটা প্রকল্প থেকে কিছু না কিছু শিখতে চাই। আমি আমার প্রতিটা ছবির মাধ্যমে নিজেকে আরও ভালো অভিনেত্রী করে তুলতে চাই। ছবি সফল বা অসফল হতেই পারে। জীবনের শেষ দিন অবধি অভিনয় করে যেতে চাই।’
‘ব্লাইন্ড’ একটি কোরীয় ছবির হিন্দি রিমেক। ২০১১ সালে এই একই নামে ছবিটি মুক্তি পেয়েছিল। তবে হিন্দির আগে তামিল ভাষায় ছবিটির রিমেক হয়েছে। তামিল রিমেকে সোনমের চরিত্রে ছিলেন দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা। ছবির শুটিং গ্লাসগো আর স্কটল্যান্ডে হয়েছে। এপ্রিলে সোনমের ‘ব্লাইন্ড’ ছবির প্রথম লুক প্রকাশ্যে এসেছিল। তাঁর নতুন লুক নিয়ে দারুণ সাড়া পেয়েছিলেন।
ক্রাইম-থ্রিলারধর্মী ছবিটির প্রযোজক সুজয় ঘোষ আর পরিচালক সোম মাখিজা। এক অন্ধ পুলিস অফিসারকে নিয়ে ‘ব্লাইন্ড’–এর গল্প, যে এক সিরিয়াল হত্যাকাণ্ডের তদন্ত করছে।
সোনম ছাড়া এই ছবির অন্যান্য মূল চরিত্রে আছেন পূরব কোহলী, লিলেট দুবে আর বিনয় পাঠক। ৭ জুলাই জি-ফাইভে মুক্তি পাবে ব্লাইন্ড।
সোনমকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১৯ সালে ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণি নায়ক দুলকর সালমান। এরপর ওটিটি-তে ‘একে ভার্সেস একে’-তে বাবা অনিল কাপুরের সঙ্গে তাঁকে ক্যামিও হিসেবে দেখা গিয়েছিল। এরপর শিল্পপতি আনন্দ আহুজাকে বিয়ে, মা হওয়া—সবকিছু নিয়ে চরম ব্যস্ত ছিলেন সোনম।