এই বাঙালি অভিনেত্রী না থাকলে কমেডিয়ান হতে পারতেন না কপিল শর্মা! দেখেনিন
টেলিভিশনের পর্দায় কমেডিয়ানের দিক থেকে জনপ্রিয়তার শীর্ষে কপিল শর্মা। তার এ খ্যাতির পেছনে রয়েছে সুমনা চক্রবর্তী নামে এক বাঙালি অভিনেত্রীর অবদান। রীতেশ দেশমুখ নামের এক বলি অভিনেতা বলেছিলেন, ‘সুমনা এই শোয়ে রয়েছে বলেই কপিল এত বড় মাপের কমেডিয়ান হতে পেরেছে।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন অভিনেত্রী।
এদিকে কপিলের সঙ্গে ধারাবাহিকে কাজ করার সময় সুমনা চক্রবর্তী প্রতিনিয়ত কটাক্ষের শিকার হতেন বলে দাবি করেছেন অভিনেত্রী নিজেই। চিত্রনাট্যের প্রয়োজনে এই অনুষ্ঠানে কপিলের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতেন টেলি অভিনেত্রী। শোয়ে মাঝেমধ্যেই সুমনার আচার-আচরণ নিয়ে মজা করতেন কপিল। সেই রসিকতা মনেও ধরেছে দর্শকের। কিন্তু শো চলাকালীন কপিলের ব্যবহার দেখে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছিলেন সুমনা।
সুমনার দাবি, শো চলাকালীন নিজের সংলাপ ভুলে যেতেন কপিল। নিজের ভুল ঢাকা দেওয়ার জন্য সুমনার সঙ্গে কপিল এমন ব্যবহার করে বসেন যা অভিনেত্রীর মনে আঘাত দেয়। সাত বছরেরও বেশি সময় ধরে কপিলের সঙ্গে কাজ করছেন সুমনা। দীর্ঘ দিন ধরেই কপিলের কটাক্ষের শিকার তিনি।
কপিলের সঙ্গে সবেমাত্র কাজ করা শুরু করেছিলেন সুমনা। শ্যুটিংয়ের মাঝে নিজের সংলাপ ভুলে গিয়েছিলেন কপিল। তৎক্ষণাৎ সুমনার মুখের গড়ন নিয়ে মজা করতে শুরু করেন।
সুমনা বলেন, ‘শোয়ের প্রথম পর্বেই আমার মুখ নিয়ে মজা করেছিল কপিল। কিন্তু কপিলের মন্তব্য শুনে কারও কোনো প্রতিক্রিয়া ছিল না। আমার মুখ নিয়ে কোনো রকম মজা করলে তা দর্শকের পছন্দ হবে না বলে বুঝতে পারে কপিল। আর কোনো দিন তার পুনরাবৃত্তি হয়নি। কিন্তু এই ঘটনা আমার মনে ছাপ ফেলে।’
শুধুমাত্র প্রথম পর্বেই নয়, তার পরেও সুমনাকে নিয়ে কটাক্ষ করতেন কপিল। সুমনা সাক্ষাৎকারে জানান, তার পর থেকে অনবরত অভিনেত্রীর ঠোঁট নিয়ে নানা রকম মন্তব্য করে গিয়েছেন কপিল। বার বার কপিলের মন্তব্যের চাপে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছিলেন সুমনা। এমনকি লিপস্টিক পরাও বন্ধ করে দিয়েছিলেন বলে দাবি করেন অভিনেত্রী।
কপিল যে অনবরত সুমনার মুখ এবং ঠোঁট নিয়ে মন্তব্য করে যান তা নিয়ে মুষড়ে পড়েছিলেন অভিনেত্রী। সুমনা বলেন, ‘কপিল মাঝে লাইন ভুলে গেলেও আমাকে নিয়ে মজা করে। বাকিরাও তা নিয়ে হাসে। আমার আর ভালো লাগে না। আমি স্ট্যান্ড আপ কমেডিয়ান নই। যখন তখন যেকোনো বিষয় নিয়ে মজা করতে পারি না। আমি মজা করলেও লোকে তা বুঝতে পারবেন না।’