আর নয় অভিনয়, এবার বিশেষ কাজে হৃতিক রোশন
বলিউড অভিনেতা হৃতিক রোশনকে নিয়ে উত্তেজনার পারদ সবসময়েই তুঙ্গে থাকে। ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে পার করেছেন দুই যুগেরও বেশি সময়। অভিনয় তো আছেই, অনবদ্য নাচ দিয়ে সব বয়সের দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে এবার নতুন কিছু শিখতে চান অভিনেতা।
অভিনয়ের পাশাপাশি অন্য কাজেও মন দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি বলিউডের গ্রিক গড পরিচালকের আসনে বসছেন।
নিজের জনপ্রিয়তার কারণে একাধিক সংস্থার মডেল হওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপনে কাজের চুক্তিও রয়েছে হৃতিকের। সম্প্রতি এমন একটি সংস্থার হয়ে তাদের বিজ্ঞাপন পরিচালনা করেছেন এই তারকা।
জানা গেছে, গেল ২৫ বছর ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। যে বিজ্ঞাপন তিনি পরিচালনা করেছেন, সেই বিজ্ঞাপনের মাধ্যমেই হৃতিকের সঙ্গে ২৫ বছরের পথচলা উদযাপন করতে যাচ্ছে সংস্থাটি।
২০০০ সালে মাত্র ২৬ বছর বয়সে ‘কহো না প্যার হ্যায়’ ছবির মাধ্যমে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন হৃতিক রোশন। প্রথম ছবি মুক্তি পাওয়ার পরেই দর্শক ও অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছিলেন হৃতিক।
আগামী বছর মুক্তি পেতে চলেছে হৃতিকের পরবর্তী ছবি ‘ফাইটার’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধেছেন হৃতিক। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির প্রথম ঝলকও। সোশ্যাল মিডিয়ায় সেই লুক শেয়ার করেছিলেন অভিনেতা। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি।
অন্যদিকে তৈরি হচ্ছে ‘কৃষ ৪’। ফের হৃতিক রোশনকে দেখা যাবে কৃষের ভূমিরায়। চলতি বছরই ছবির কথা ঘোষণা করেছেন নায়ক। ২০২৪ সালের শেষের দিকে মুক্তি পাবে ছবিটি।