কলকাতানিউজরাজনীতি

বিধানসভায় নিজের দলের মন্ত্রীর বিরুদ্ধেই ‘অপদার্থ’ মন্তব্য! মৎস্যমন্ত্রীর সঙ্গে উত্তপ্ত বাগ্‌বিতণ্ডা TMC বিধায়কের

রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী-কে বিধানসভার ভিতরেই ‘অপদার্থ’ বললেন নিজের দলেরই এক বিধায়ক। বৃহস্পতিবার বিধানসভার অন্দরে রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় এই বলে মন্ত্রীকে কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, রাজ্যে কতগুলি মৎস্য সমবায় চালু বা বন্ধ রয়েছে, সে বিষয়ে মন্ত্রী কিছুই জানেন না।

বিধায়ক সমর মুখোপাধ্যায় দাবি করেন যে, রাজ্যের বহু মৎস্য সমবায় দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে। এর জবাবে মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বলেন, “রাজ্যে মোট ৮৭৫টি মৎস্য সমবায় রয়েছে। কিছু সমবায় বন্ধ থাকতে পারে, তবে সব বন্ধ হয়ে গেছে, এই তথ্য সঠিক নয়।” মন্ত্রীর এই উত্তরে সন্তুষ্ট না হয়েই বিধায়ক তাঁর বিরুদ্ধে ওই ‘অপদার্থ’ মন্তব্য করেন।

অধ্যক্ষের হস্তক্ষেপ ও ক্ষমা চাইলেন বিধায়ক
পরিস্থিতি উত্তপ্ত হলে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধায়ক সমর মুখোপাধ্যায়কে জানান, মন্ত্রীকে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ করা ঠিক হয়নি। এরপরই বিতর্ক অন্য দিকে মোড় নেয়। পরে সাংবাদিকদের কাছে মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী জানান, অধিবেশনের বিরতির সময় সমর মুখোপাধ্যায় তাঁর কাছে এসে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন।

এরপর পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিজের ঘরে সমর মুখোপাধ্যায়কে ডেকে পাঠান। সেখানেও বিধায়ক স্বীকার করেন যে, ‘অপদার্থ’ শব্দটি তাঁর মুখ ফসকে বেরিয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের অন্দরে সামান্য হলেও অস্বস্তি তৈরি হয়েছে।

Back to top button