আন্তর্জাতিক

Omicron-রুখতে প্রয়োজন নতুন ভ্যাকসিনের: WHO

পুরোনো টিকায় কাজ হবেনা, অমিক্রন রুখতে প্রয়োজন নতুন ভ্যাকসিনের: ওহ

পুরোনো টিকা দিয়ে রাখা সম্ভব নয় অমিক্রনকে। কোরোনার নতুন স্ট্রেন অমিক্রন রুখতে প্রয়োজন নতুন ভ্যাকসিনের। আর এই কথা কোনো গবেষক নয় বলেছে বিশ্ব স্বাস্থ সংস্থা।

সম্প্রতি WHO জানিয়েছে পুরোনো টিকার বুস্টার ডোজ দিয়েও কোরোনার নতুন স্ট্রেনগুলিকে রাখা যাবেনা। ওহ আরও বলেছে আমাদের এখন এমন ভ্যাকসিন প্রয়োজন যার এই রোগ প্রতিরোধ ও ছড়িয়ে পড়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে। WHO এই ধরণের ভ্যাকসিন প্রদানের জন্য উৎসাহ দেওয়ার কথা জানিয়েছে।

প্রসঙ্গত, সারা দেশে বাড়ছে করোনার সংক্রমণ।বড় দিন ও নতুন বছরের লাগাম ছাড়া আনন্দের পর কলকতায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যাচ্ছে একাধিক ব্যক্তিদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার ইতিমধ্যে জারি করেছে বিধিনিষেধ।

তবে বিধিনিষেধ জারি হলেও রাস্তায় দেখা যাচ্ছে মানুষ এখনো মাস্ক ছাড়াই বেড়িয়ে পড়ছেন বাইরে। একসাথে জটলা বেঁধে চলছে খোশ গল্প। বাজার হাটে দেখা যাচ্ছে প্রচন্ড ভীড়। যা করোনার ভীতিকে আরও বাড়িয়ে তুলতে সংক্রিয় ভূমিকা পালন করছে।

Back to top button