Viral:‘মন ফাগুন’-এর পিহু নাচলেন ট্রেন্ডিং ‘কাঁচা বাদাম’ গানে, মুহূর্তেই ভাইরাল ভিডিও
স্টার জলসার (Star Jalsha) পর্দায় জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘মন ফাগুন’। পিহু ও টুবাই দা (Pihu-Tubai) ওরফে ঋষিরাজের (Rishiraj) ভালোবাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই সিরিয়াল। ছোটবেলায় একে অপরের থেকে অনেক দূরে চলে গেলেও তাঁরা আজও অনুভব করে একে অপরকে। এই ধারাবাহিকে ঋষিরাজের চরিত্রে অভিনয় করছেন শন। আর পিহুর (Pihu) চরিত্রে অভিনয় করছে সৃজলা গুহ (Srijala Guha)। মডেলিং জগতের মানুষ তিনি। এটাই তাঁর প্রথম ধারাবাহিকে কাজ।
তবে, প্রথম কাজ হলেও অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে সে। তবে, অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ সৃজলা। তাঁর ফেসবুক ও ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে চোখ রাখলেই দেখা যায় নিত্য নতুন রিল ভিডিও। সম্প্রতি একটি গান বেশ ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। আর সেটি হল ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম.. আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম’।
আর এবার সেই কাঁচা বাদাম (Kacha Badam) গানেই রিল ভিডিওতে ঝড় তুললেন সৃজলা (Srijlaa Guha)। নিজের রুমেই উদ্দম নাচলেন এই গানে। তাঁর পরণে রয়েছে সাদা রঙের শর্ট প্যান্ট। নীল রঙের জ্যাকেট। দুপাশে বিনুনি করা। সম্প্রতি দিন পাঁচেক আগে সৃজলা নিজের ফেসবুক হ্যান্ডেলে এই ভিডিওটি শেয়ার করেছেন। আর ক্যাপশনে লিখেছেন ‘নিউ ট্রেন্ড’। সঙ্গে জুড়েছেন হাজির ইমোজি। ভিডিওটি শেয়ার করা মাত্রই নেটিজেনরা একের পর এক কমেন্টে ভরিয়ে দিয়েছে কমেন্ট সেকশন। সম্প্রতি সৃজলার পোস্ট করা এই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে।