বিয়ের পর ফুলশয্যার রাতে রোম্যান্টিক মুহূর্তে মাম্পিকে আদরে ভরিয়ে দিলেন রাজা, রইলো ভিডিও

ষ্টার জলসার একটি অতি জনপ্রিয় ধারাবাহিক হল ‘দেশের মাটি’। রাজা মাম্পির নানা বাঁধা বিপত্তির পর তাদের পরিবারে বইছে খুশির হওয়া। বিয়ের পর এবার পালা হল ফুলশয্যার। বিয়ে প্রত্যেকটা মানুষের জীবনে একবারই আসে। তাই সেই দিনটাকে সকলে স্পেশ্যাল করে রাখতে চান। এদিকে রাজা-মাম্পির বিয়েতে সকল অনুরাগীরা বেশ আপ্লুত তাদের বিয়েতে।
বিয়ের পর নানারকম আচার অনুষ্ঠান তো থাকেই। রাজা-মাম্পির বিয়ের পরে গানে-আড্ডায় কালরাত্রি কেটেছে। তারপর তো রিসেপশন তাই চলছে জোরকদমে প্রস্তুতি। রিসেপশনের দিন দুপুরবেলা নিজের হাতে ভাতের থালা মাম্পিকে তুলে দিল রাজা।এদিন ভাত কাপড়ের অনুষ্ঠানকে ঘিরেও নানারকম মজা হয়।
View this post on Instagram
নোয়া-কিয়ান এই ধারাবাহিকের একটি জুটি ও ওপর একটি জুটি হল রাজা-মাম্পি। সকলেই এটাই মানে যে রাজা-মাম্পি এই ধারাবাহিকের প্রধান চরিত্র। তাই দর্শকরা এতদিন রাজা-মাম্পির আলাদা থাকাটা মেনে নিতে পারছিলেন না। তাই এখন তাদের খুশি এটাই যে তাদের প্রিয় জুটি রাজা-মাম্পির বিয়ে হয়ে গেছে। বিয়ে হলেই তো হবে হবে না বিয়ের পর ফুলশয্যাও তো আছে।
View this post on Instagram
এদিকে রাজা-মাম্পির বিয়ে ‘দেশের মাটি’ ধারাবাহিকের মোড় ঘুরিয়ে দেয়। রাজা-মাম্পির ফুলশয্যার আয়োজন করেছে সকলে। এদিন ফুলশয্যার খাট সেজে উঠেছে রজনীগন্ধা, গাঁদা, গোলাপ ফুলে। মাম্পির খোপায় জুঁই ফুলের মালা, শাড়ি, গয়না, সিঁথিতে ভর্তি সিঁদুর অন্যদিকে রাজার পরনে ধুতি পাঞ্জাবি। এদিন ফুলশয্যার শুরুটা হয় দুজনের আংটি বদলের মাধ্যমে। একে অপরের মান অভিমান অনেক কিছু শেয়ার করে নেয়। বাড়ির সকলে খুশি থাকলেও মাম্পির বাবা মা খুশি নন তারা রাজাকে জামাই হিসেবে মানতে রাজি নন। অপরদিকে নীল পাখির রাজার প্রতি ভালোবাসা বেড়েই চলেছে। হয়তো নীল পাখি রাজা-মাম্পির জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারে।
View this post on Instagram