Uncategorizedবিনোদন

মনে আছে সালমানের ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার ছোট্ট সেই মুন্নিকে?

বলিউডের জনপ্রিয় তারকা ও সুপারস্টার হলেন সালমান খান।তার অভিনীত অন্যতম সুপারহিট সিনেমা হলো ‘বজরঙ্গি ভাইজান’ যা বলিউডের অন্যতম ব্যবসা সফল একটি সিনেমা। আর এই সিনেমায় ছোট্ট মুন্নির চরিত্রে অভিনয় করেছিলেন হার্শালি মালহোত্রা।কিন্তু সেই সিনেমার পর বলিউড জগৎ থেকে ধীরে ধীরে হারিয়ে যান মুন্নি।

তবে এবার দীর্ঘদিন পর আবার আলোচনায় উঠে এসেছেন মুন্নি। তার কিছু নতুন ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হার্ষালির নতুন ছবি দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। তারা তার ছবি দেখে জানিয়েছে বড় হয়ে গেছে এখন মুন্নি।

বলিউডের ইতিহাসে অন্যতম সুপারহিট সিনেমা হলো ‘বজরঙ্গি ভাইজান’।এই সিনেমায় সালমান খানের সাথে অভিনয় করেছেন মুন্নি চরিত্রের মিষ্টি দেখতে একটি মেয়ে। আর এই সিনেমায় অভিনয়ের কারণেই ফিল্মফেয়ার ওয়ার্ডে নবাগত অভিনেত্রীর ক্যাটেগরিতে জায়গা পান হার্শালি। সবচেয়ে কম বয়সি অভিনেত্রী হিসেবে এই মনোনয়ন পান তিনি। এছাড়া সেরা শিশু শিল্পী হিসেবে স্ক্রিন অ্যাওয়ার্ড পান। পাশাপাশি বেশ কয়েকটি অ্যাওয়ার্ডে মনোনয়ন ও সেরার পুরস্কার ঝুলিতে ভরেন হার্শালি।

হারশালি ‘বজরঙ্গি ভাইজান’ -এর মতো সুপারহিট সিনেমায় কাজ করার পাশাপাশি অভিনয় করেছেন ‘কবুল হ্যায়’, ‘লট আও তৃষা’ -র মতো জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে।

Back to top button