Uncategorizedনিউজবিনোদন

‘বোলে চুড়িয়া’তে চমক দেখালো ইন্দোনেশিয়ান ড্যান্সাররা, দেখেনিন সেই ভিডিও

‘কাভি খুশি কাভি গাম’- সিনেমার মাধ্যমে নিজেকে পরিচালক হিসেবে তুলে ধরেছিলেন করণ জোহর। আর সেই সময় ছবিটি হয়েছিল ব্লকবাস্টার। আর এই ছবিতে ব্যবহার করা গান গুলো হয়েছিল সুপারহিট।
তাই এই সিনেমা মুক্তির ১৯ বছর পরেও শোনা যায় যায় এই সিনেমার গান।

আর এবার সেই ছবিতে ব্যবহার করা ‘বোল চুড়িয়া’ গানটি সারা ফেলেছে সোশ্যাল মিডিয়াতে।তবে এবার এই সারা পড়ার পেছনে রয়েছে অন্য একটি কারণ।

কারণ এই গানের ভিডিওতে এবার শারুখ,কাজল, হৃতিক নয় কোমর দুলিয়েছে একদল ইন্দোনেশিয়ান নৃত্যশিল্পী। ভিনা ফ্যান নামের একটি ইউটিউব চ্যানেলে ৫ লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার উপলক্ষ্যে সেই ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে এই গানের ভিডিও।

আর এই নতুন ভিডিওটি গত ৮ সেপ্টেম্বর ভিনা ফ্যান নামক ইউটিউব চ্যানেলে আপলোড হওয়ার পর এখনো পর্যন্ত দেখেছে ১৭ লক্ষের বেশি মানুষ।

Back to top button