
একবার ফের মোবাইল খরচ বাড়তে চলেছে। আর সেই কারণে আবার টান পড়বে সাধারণ মানুষের পকেটে। কারণ আগামী ৬ মাসের মধ্যে আবার বাড়তে পারে মোবাইলের মাশুল আজ এমনটাই জানিয়েছে ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল। তিনি আজ জানিয়েছেন এতো কম দামে গ্রাহকদের জন্য ইন্টারনেট পরিষেবা অব্যাহত রাখলে খুব কম সময়েই টেলিকম শিল্প মুখ থুবড়ে পড়ে যাবে। আর সেই কারণেই এখন ডেটার মাশুল বৃদ্ধি করা প্রয়োজন। বর্তমান প্ল্যান অনুসারে প্রতিমাসে গ্রাহকদের ১৬ জিবি ডেটার জন্য খরচ করতে হয় ১৬০ টাকা যা একটি ট্রাজেডি বলে তিনি আখ্যা দিয়েছেন।
নতুন দিল্লির এক অনুষ্ঠানে সুনীল মিত্তল বলেন, ‘হয় এই টাকায় প্রতি মাসে ১.৬ ডিজি ডেটা ব্যবহার করুন অথবা আরও অনেক বেশি টাকা দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। ইউরোপ বা আমেরিকার মতো আমরা ৫০-৬০ মার্কিন ডলার চাইছি না। কিন্তু মাত্র ২ মার্কিন ডলারের বিনিময়ে প্রতি মাসে গ্রাহকদের ১৬ জিবি ডেটা দিতে থাকলে টেলিকম সংস্থাগুলি অচিরেই মুখ থুবড়ে পড়বে।’
গত বছর এয়ারটেল নিজের ডেটা ও ফোন কল এর চার্জ বৃদ্ধি করে নিজের আয় বাড়িয়ে ছিল গ্রাহক প্রতি। গত তিন মাসে এয়ারটেল এর ARPU বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫৭ টাকা। পাসপাশি ইন্টার নেট এর চাহিদা বাড়ার ফলে আগামী দিনে ARPU বৃদ্ধি পেয়ে ২০০ টাকা ছাড়িয়ে যাবে বলে আশাপ্রকাশ করেছেন ভারতী এয়ারটেলের চেয়ারম্যান।