সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম PUBG -তে নিষেদ্ধাজ্ঞা জারি হলেও আবারও ভারতে ফিরতে পারে এই গেম। ভারতের বাজার ধরে রাখতে বড় পদক্ষেপ নিয়েছে অনলাইন গেমটির মূল সংস্থা PUBG কর্পোরেশন। দক্ষিণ কোরিয়ায় PUBG কর্পোরেশন জানিয়েছে, চিনা সংস্থা টেন্সেন্টের এমসিদারিত্ব ফিরিয়ে নেবে তারা। ফলে এই গেমে চীনের কোনও ভাগ থাকবে না। সরকার তখন আর কোনও বিরোধিতা করতে পারবে না এই গেম নিয়ে। সংস্থার তরফে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।