অফবিটদেশ

হাতিকে টেনে-হিঁচড়ে এক কিলোমিটার নিয়ে গেল ট্রেন, অবশেষে মারা গেলো প্রাণীটি

ভারতের উত্তর খন্ডের নৈনিতাল জেলায় ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছে। এ সময় ট্রেনটি হাতিটিকে টেনে-হিঁচড়ে এক কিলোমিটার দূরে নিয়ে যায়।

রেলওয়ে কর্মীরা জানান, রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে লালকুয়ান থেকে বেরেলির দিকে যাচ্ছিল একটি ট্রেন। ট্রেনটি যখন ৬২/১/২ নম্বর পিলারের কাছে পৌঁছায় তখন চার থেকে পাঁচটি হাতির একটি পাল রেল লাইনের উপর উঠে পড়ে। এ সময় ট্রেনটি একটি হাতিকে ধাক্কা দেয়।

পশ্চিম গৈলা বন বিভাগের কর্মকর্তারা জানান, ধাক্কা দেওয়ার পর ট্রেনটি হাতিটিকে টেনে-হিঁচড়ে এক কিলোমিটার দূরে নিয়ে যায়। ঘটনার পরপরই বন ও রেল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

এনিয়ে গত চারদিনে রাজ্যটিতে তিনটি হাতির মৃত্যুর ঘটনা ঘটলো। এছাড়া গত এক বছরে এই রাজ্যটিতে অনেক হাতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছে। গত বছরের ১৮ আগস্ট কুমাওনের পিপল পাদাও বনাঞ্চলে ট্রেনের ধাক্কায় দুটি হাতির মৃত্যু হয়।

Back to top button