নিউজ
YES BANK-নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক নিলো বড় সিদ্ধান্ত, গ্রাহকরা হলো চিন্তামুক্ত
সম্প্রতি ইয়েস ব্যাঙ্ক যাচ্ছে কঠিন আর্থিক সমস্যার পরিস্তিথির মধ্য দিয়ে।২০০২ সালে যাত্রা শুরু করা এই ব্যাঙ্ক একসময় প্রতিষ্ঠিত হয়েছিল দেশের বড় ব্যাঙ্ক হিসেবে।সেই ব্যাঙ্ক আজ ধুঁকছে আর্থিক সমস্যায়।
রিজার্ভব্যাংক আজ ইয়েস ব্যাঙ্ককে বাঁচাতে নিলো বড় সিদ্ধান্ত। ইয়েস ব্যাঙ্ককে বাঁচাতে রিজার্ভ ব্যাঙ্ক দেবে ৫০০০০ কোটি টাকার ঋণ।ইয়েস ব্যাংকার এই কঠিন পরিস্তিথিতে পাশে দাঁড়ালো স্টেটব্যাংক। স্টেটব্যাংকের চেয়ারম্যান আজ জানিয়েছেন তারা ইয়েসব্যাংকের ৪৯ শতাংশ মালিকানা খুব শিগ্রই নিতে চলেছেন।এর আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমোন আগেই গ্রাহকদের আস্বস্ত করে জানিয়েছিলেন ইয়েস ব্যাংকার আমানতকারীদের টাকা মার্ যাবেনা।
আর আজকের রিজার্ভ ব্যাংকার এই সিদ্ধান্তে ওই ব্যাংকার গ্রাহকরা চিন্তামুক্ত হলো বলে ধারণা করে যায়।