নিউজআন্তর্জাতিক

ট্রাম্পকে পাঠানো হয়েছিল বিষ মাখানো প্যাকেট, অল্পের জন্য রক্ষা পেলেন রাষ্ট্রপতি

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হতে চলেছে আগামী নভেম্বর মাসেই। আর এবারের নির্বাচনে আমেরিকার রাষ্ট্রপতি পদের জন্য মুখোমুখি লড়াই করছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। সারা বিশ্বের মতো আমেরিকাতেও চলছে করোনা আতঙ্ক আর তার মাঝেই এই দুই নেতা তাদের প্রচার চালিয়ে যাচ্ছেন জোর কদমে। বিনা লড়াইয়ে কেউ েকে অপরকে জায়গা ছেড়ে দেবার পাত্র নয়।

কিন্তু আসন্ন নির্বাচনের আগেই ট্রাম্পের সাথে ঘটে গেলো এক বিপত্তি জনক ঘটনা। আর সেই ঘটনাটি হলো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কে কেউ বিষ মাখানো একটি পার্সেল উপহার হিসেবে পাঠিয়েছিল। আর হোয়াইট হাউসে আসা সমস্ত পার্সেল স্বাভাবিক ভাবেই সিকিউরুটি দিয়ে সবার প্রথমে পরীক্ষা করা হয়। আর সেই সময় সন্দেহ জনক কোনো পার্সেল থাকলে আলাদা করে রাখা হয়।

আর সেই কারণেই মার্কিন রাষ্ট্রপতি রক্ষা পান বিষ মিশ্রিত ওই পার্সেল থেকে। এই প্রসঙ্গে হোয়াইট হাউসের উচ্চ আধিকারিক জানিয়েছেন যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নামে একটি পার্সেল আসে তাদের কাছে আর সেই পার্সেল পরীক্ষা করে দেখা যায় সেই পার্সেলে রয়েছে প্রাণঘাতী বিষ সাথে আর সাথে সাথেই সেই পার্সেল রাখা হয় আলাদা করে।

জানাগেছে যে এই রিসিন খুবই মারাত্বক একটি বিষ। আর এই বিষ তৈরী করা হয় ক্যাস্ট্রোল অয়েল থেকে। আর এই বিষ যার উপরে প্রয়োগ োর হবে তার মৃত্যু আগামী ৩৬ থেকে ৭২ ঘন্টার মধ্যে নিশ্চিত। আর এই বিষ বেশিরভাগ ক্ষেত্রেই পাউডার ও ট্যাবলেট হিসেবে ব্যবহার হয়ে থাকে। সাদাহরণোৎ এই ধরণের বিষ জঙ্গিরা সন্ত্রাসী হামলার জন্য ব্যবহার করে থাকে।

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছে যে বিষ মিশ্রিত ওই পার্সেলটি সম্ভবত এসেছে কানাডা থেকে। তবে এই পার্সেল কে পাঠিয়তেছে আর কোথা থেকে এসেছে তাই নিয়ে চলছে তদন্ত।

Back to top button