TMC-কার্যালয় থেকে রেশনের গম বিলি, বিতর্কের সাফাই দিলেন তৃণমূল সভাপতি
পশ্চিমবঙ্গের বর্ধমানে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে রেশনের গম বিতরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লিতে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি গম রেশন দোকানের বদলে শাসকদলের দলীয় কার্যালয় থেকে বিলি করা হচ্ছে। এদিন মোট ২২ জনকে ৭২ কেজি করে গম দেওয়া হয়। পরিবহণ খরচের জন্য গ্রাহকদের কাছ থেকে ৬০ টাকা করে নেওয়া হয়।
তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রতি বছর একবার করে জিআরের গম আসে। ওই গম বিতরণের জন্য তালিকা তৈরি করা হয়। শনিবার গ্রাহকদের ফোন করে গম বিলির কথা জানানো হয়েছিল।
ওয়ার্ডের মহিলা তৃণমূল সভাপতি ভারতী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বছরে একবার করে জিআরের গম আসে। এক-একজন গ্রাহককে ৭২ কেজি করে গম দেওয়া হয়। সেই গ্রাহকদের তালিকাও আছে। ওই তালিকা দেখে শনিবার গ্রাহকদের ফোন করে গম বিলির কথা জানানো হয়েছিল। এদিন গ্রাহকরা দলীয় কার্যালয়ে এসে গম সংগ্রহ করে নিয়ে যান।’