নিউজ

এবার কাশ্মীর সীমান্তে বাজবে রেডিও, বসতে চলেছে এফ এম ট্রান্সমিটার

এবার রেডিয়োর সম্প্রচার পৌঁছে দিতে উদ্যোগী হলো কেন্দ্রীয় সরকার। গত বুধবার লোকসভায় ওঠা প্রশ্নের লিখিত জবাবে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি দাবি করেছেন, গ্রামীণ ও সীমান্ত অঞ্চল-সহ দেশের প্রতিটি অংশে আলিন্দিয়া রেডিওর সম্প্রচার পৌঁছে গিয়েছে।

কেন্দ্রের পরিসংখ্যা অনুযায়ী জানা গিয়েছে, দেশের জনসংখ্যার ৯৯.২% এর কাছে পৌঁছতে সক্ষম হয়েছে অল ইন্ডিয়া রেডিয়োর সম্প্রচার। এছাড়াও দেশের ৯২% মানুষের কাছে দূরদর্শনের সম্প্রচার পৌঁছে গিয়েছে। আবার অপরদিকে ফ্রি ডিশ ডিটিএইচ প্ল্যাটফর্ম বিনামূল্যে দুর্ধর্ষণের চ্যানেলগুলির সঙ্গে আল ইন্ডিয়া রেডিয়োর সব চ্যানেল এবং দেশের বেসরকারি তিব্বই ও এফএম চ্যানেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছাড়া দেশের প্রায় সব প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে।

ইতিমধ্যেই ৩২টি এফএম ট্রান্সমিটার বসানোর কাজ চলছে বলে জানিয়েছেন মন্ত্রী। জম্মু ও কাশ্মীরের সীমান্ত বরাবর ৫ কিলোওয়াতের ৫টি এফএম বসানোর ব্যবস্থা করা হচ্ছে। এই সব ট্রান্সমিটার বসছে জম্মু ও কাশ্মীরের গ্রিন রিজ, পাটনিটপ ও রাজৌরিতে। এছাড়াও লাদাখে হিমবটিংলাতে বসতে চলেছে এই ট্রান্স মিটার।

Back to top button