নিউজদেশ

এবার কেঁপে উঠলো কার্গিল

করোনার এই ভয়াভয় পরিস্থিতিতে কাঁপছে গোটা দেশ। সাথে ভূমিকম্পে কাঁপছে দেশবাসী ,এবার কেঁপেছে কার্গিলও। মঙ্গলবার ভোর ৫ টা ৪৭ মিনিট নাগাদ হয়েছে ভুমিকম্পপ ,রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৪।

ভূমিকম্পে কার্গিল কেঁপে উঠলেও কেন রোককম ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। এমনিতেই কাৰ্গিলবাসী যুদ্ধ পরিস্থিতি এই জায়গায় দিন কাটায় ভয়ের মধ্যে তার ওপর এই ভূমিকম্প সৃস্টি করে আরো বেশি আতঙ্ক। যদিও ভূমিকম্পে কেন উৎস পাওয়া যায়নি এখনো। কী কারণে হঠাৎ এভাবে কেঁপে উঠল কার্গিল, তা খতিয়ে দেখছেন ভূতত্ত্ববিদরা।

সোমবার ভোরে কেঁপে উঠেছিল মুম্বই। মাসের প্রথম দিনে একইভাবে ভূমিকম্প হয়েছিল মহারাষ্ট্রেও। বারবার এত ভূমিকম্প কারণ এখনও পর্যন্ত ভূতত্ত্ববিদরা বুঝে উঠতে পারছেন না।

Back to top button