নিউজরাজ্য

পুজোর দিনে হতে পারে প্রবল ভারী বৃষ্টি, সতর্কতা জারি করলো আবহাওয়া দফতর

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী মধ্যে বঙ্গোপসাগরে তৈরী হয়েছে একটি গভীর নিম্নচাপ। যার প্রভাবে প্রবল বৃষ্টির আশংকা রয়েছে অন্ধ্র ও ওড়িশা উপকূলে। যার ফলে কলকতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় মহাষষ্ঠী থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

জানা গেছে এই নিম্নচাপের প্রভাবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে। তাই আগামী ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তাই মাটি হতে পারে পুজোর আনন্দ যদিও এবার হাইকোর্টের নির্দেশে পুজো প্যান্ডেলে ভিড় থাকবে না তবুও বাঙালির মনে পুজো পুজো ভাবের মধ্যে বৃষ্টির আগমন বাড়িয়ে দেবে অস্বস্তি।

হাওয়া অফিস জানিয়েছে যে আবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় রেখা সক্রিয় হয়ে উঠবে তাই আগামী কয়েকদিনের মধ্যে শুরু হবে বর্ষা বিদায়। বঙ্গোপসাগরে গঠিত নিম্নচাপের কারণে এতদিন ধরে নিম্নচাপ রেখা রাজ্যের ভেতরেই আটকে ছিল এবার তাই পাকাপাকি ভাবে বর্ষা বিদায় নিতে চলেছে।

আজ বুধবার পঞ্চমী থেকে আকাশে দেখা যাচ্ছে আংশিক মেঘলা অবস্থা। যদিও মাঝে মধ্যেই চমক দিচ্ছে রোদের ঝলক।শরৎ কালের আকাশের মেঘে এখন চলছে মেঘ ও রোদের লুকোচুরি পর্ব। কিন্তু আশংকা প্রকাশ করা হচ্ছে সময় যত গড়াবে ততই প্রবল হবে বৃষ্টির সম্ভাবনা। অপরদিকে বাতাসে আদ্রতার পরিমান বেশি থাকায় থাকবে অস্বস্তি।

Back to top button