বছরের শুরু থেকেই পৃথিবীবাসী পড়েছে করোনার মুখে প্রথমে চিন, পরে স্পেন, ইতালি, আমেরিকা অবশেষে ভারত। মারা গিয়েছে বহু মানুষ, এখনো আক্রান্ত অনেকে। কিন্তু আগের থেকে বেড়েছে সুস্থতার হার।বিশ্বের সব দেশের মধ্যে করোনা সংক্রমণে শীর্ষ তালিকার প্রথমে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে ছিলো ব্রাজিল এবং তৃতীয় স্থানে ছিলো ভারত।করোনা সংক্রমণের কারণে প্রভাব পড়েছে জিডিপিতে। লকডাউন চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইটালির মতন দেশে জিডিপি পড়েছে ১২.৪ ও ৯.৫ শতাংশ।ভারতে জিডিপি পতন ২৩.৯শতাংশ ।
এসবের মাঝেই এদিন আবারও নতুন বিপদের সংকেত দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্বকে আগামী মহামারীর জন্য আরও ভাল ভাবে প্রস্তুত হতে হবে বলে জানান তিনি।
সোমবার সাংবাদিক বৈঠকে WHO এর প্রধান তেদ্রোস আধানম ঘেব্রেইয়েসাস জানান, “ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে মহামারী জীবনে আসবেই, তবে ভেঙে পড়লে চলবে না৷ পরের মহামারী এলে বিশ্বকে অবশ্যই আরও শক্ত হাতে তার মোকাবিলা করতে হবে এবং তার প্রস্তুতি এখন থেকেই নিয়ে রাখতে হবে”। আর এরপরে একবার নতুন করে মহামারির আসার খবর পৃথিবীবাসীকে যেন আতংকিত করে তুলছে।