নিউজদেশ

বাড়িতে অভাব তাই ক্যারাটে ছেড়ে দেশি মদ বিক্রি করছেন এক সময়ের ‘গোল্ড মেডেলিস্ট’ তরুণী

আমাদের দেশ ভারত বর্ষে প্রতিভার জন্ম ও প্রকাশ হয় প্রতিনিয়ত। আর সেই প্রতিভার বিকাশ ব্যহত হয় অর্থি তারণার কারণে। ছোট বেলার থেকে স্বপ্ন দেখে বড় হওয়া প্রতিভাবান ছেলে-মেয়েদের সামনে বাধা হয়ে দাঁড়ায় আর্থিক অভাব। আর এবার সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাশির এক প্রতিভাবান তরুণী বিমলা মুন্ডা ছোট বেলার থেকেই ছিলেন প্রতিভাবান একজন ক্যারাটে চ্যাম্পিয়ন। এই তরুণীর ঝুলিতে রয়েছে ন্যাশনাল গেমসের রৌপ্য পদক ও অক্ষয় কুমার ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপের দুটি সোনার পদক। কিন্তু অভাবের তাড়নায় ক্যারাটে ছেড়ে দিয়ে তার অর্জিত পদক সাজিয়ে রেখে সে এখন রাস্তায় বিক্রি করছে হাড়িয়া অর্থাৎ দেশি মদ।

ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা বিমলা সম্পর্কে জানতে হলে পিছিয়ে যেতে হবে ২০০৮ সালে। সেই সময় তিনি অনবদ্য ক্যারাটে পারফর্ম করে হন জেলা চ্যাম্পিয়ন। তারপর আর ফায়ার তাকাতে হয়নি একের পর এক মেইল ফলক স্পর্শ করে তিনি ন্যাশনাল গেমে অর্জন করেন রৌপ পদক ও অক্ষয় কুমার আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে তিনি অর্জন করেন দুটি স্বর্ণ পদক।

অথচ এই মুর্হুর্তে প্ততিভাবান খেলোয়াড়ের আর্থিক অবস্থা এতটাই শোচনীয় যে তিনিম খেলা বন্ধ করে দিয়ে কাঁধে তুলে নিয়েছেন সংসারের দায়িত্ব। বাড়িতে তার বাবা এখন অসুস্থ, মা ছোট খাটো কাজ করলেও বাড়িতে তাদের অভব্যের সংসার। তাই খেলা ছেড়ে সেই প্রর্তীভাবান কন্যা এখন রাস্তায় বিক্রি করছে দেশি মদ। ক্যারাটের প্রতি ভালোবাসা মনের মধ্যে থাকলেও বন্ধ করে দিয়েছেন প্র্যাকটিস।

Back to top button