নিউজঅফবিটঅর্থনীতিদেশ

LIC-এর ২৫% বিক্রি করতে পারে ভারত সরকার

দেশের বৃহত্তম সংস্থা LIC এর বিক্রির ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার । ভারতের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের ২৫ শতাংশ শেয়ার বিক্রি করতে মোদি সরকার।

ইতিমধ্যেই এলআইসি এর শেয়ার বিক্রির জন্য একটি খসড়া তৈরি করেছে এবং সেবি, আইআরডিএ এবং এনআইটিআই সহ সংশ্লিষ্ট মহলকে পাঠানো হয়েছে। সূত্রের খবর কেন্দ্র এলআইসির ৭৫% শেয়ার নিজেদের হাতে রেখে বাকি ২৫% শেয়ার বিক্রির জন্য এই পরিকল্পনা।

জানা যাচ্ছে,এই ক্ষেত্রে খুচরা ব্যাবসায়ী এবং কর্মচারীরা ১০% পর্যন্ত ছাড় পেতে পারেন। এলআইসি আইন ১৯৫৬ ক্যাপিটাল এবং ম্যানেজমেন্ট সম্পর্কিত ৬ টি বড় পরিবর্তন হতে পারে। সংসদের পরবর্তী অধিবেশনে বিলের আকারে এই আইনের পরিবর্তন আনতে পারে মোদি সরকার।
বাকি ৫% শেয়ার খুচরো বিনিয়োগকারী ও কর্মচারীদের জন্য থাকতে পারে জানা যাচ্ছে। যদিও বৈঠকে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।

Back to top button