টেক নিউজনিউজ

Teligram: সম্পূর্ণ ফ্রি আর নয়, টেলিগ্রামে অ্যাকাউন্ট ব্যবহারে গুনতে হবে টাকা

ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম অ্যাকাউন্টে পেইড সাবস্ক্রিপশন প্ল্যান চালুর সিদ্ধান্ত হয়েছে চলতি মাস থেকে। এমনটিই জানিয়েছেন এর প্রতিষ্ঠাতা পাভেল দুরভ। যারা টাকার বিনিময়ে এই প্রিমিয়াম পরিষেবাটি নিবেন তাদের জন্য চ্যাটের সীমা, মিডিয়া এবং ফাইল আপলোডের সীমা থাকবে অনেক বেশি। একটি ব্লগপোস্টে দুরভ বিষয়টি জানান।

তিনি বলেন, আমাদের ভক্তদের চাহিদা অনুযায়ী তাদের সেই পরিমাণ যোগান দেওয়ার একমাত্র সহজ উপায় হলো পেইড অপশন চালু করা।

রয়টার্স জানায়, হোয়াটসঅ্যাপের বড় প্রতিদ্বন্দ্বী এই টেলিগ্রাম এবং সিগন্যালে সম্প্রতি অনুসারীর সংখ্যা বাড়ছে। বর্তমানে টেলিগ্রামে সক্রিয় ব্যবহারকারী রয়েছে ৫০০ মিলিয়ন। এর ওয়েবসাইট অনুযায়ী টেলিগ্রাম অ্যাপ এখন বিশ্বে সেরা দশটি ডাউনলোড হওয়া অ্যাপের মধ্যে একটি।

দুরভ বলেন, পেইড সাবস্ক্রিপশন অফারে আসার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই- টেলিগ্রামের প্রকৃত ফান্ড আসবে তার ব্যবহারকারীদের কাছে থেকে, বিজ্ঞাপন থেকে নয়।

Back to top button