Weather Update: বাংলার এই ৬টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভনা, দেখেনিন আবহাওয়ার পূর্বাভাস
আজ, মঙ্গলবার ১লা মার্চ (March) সকাল থেকেই পুরো রাজ্য জুড়ে আকাশ পরিস্কার দেখা গেল। কুয়াশার সে রকম কোনো প্রভাব দেখা গেল না। তবে আজ ভোরের দিকের আবহাওয়া অনেকটা আরাম দায়ক ছিল। গতকালের তুলনায় আজকে খানিকটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেখা গেল।তবে উত্তরবঙ্গের দুটি জেলায় এবং পশ্চিমের চারটি জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে এমনটাই জানানো হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফে।
উত্তরের আবহাওয়া: আজ, মঙ্গলবার আবহাওয়া দফতরের পক্ষ থেকে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা বা মার্চ এর ২ তারিখে বুধবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলো শুকনোই থাকবে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি আগামী দিন পাঁচেক রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।
দক্ষিণের আবহাওয়া: আজ, মঙ্গলবার আবহাওয়া দফতরের পক্ষ থেকে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা বা মার্চ এর ২ তারিখে বুধবার সকালের মধ্যে পশ্চিমের চার জেলা পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।পাশাপাশি উত্তরবঙ্গের মতন দক্ষিণবঙ্গেও বাকি জেলাগুলো শুকনোই থাকবে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।