Weather Report: আগামী ৪৮ ঘন্টা কেমন থাকবে আবহাওয়া? জেনেনিন এক ঝলকে
আজ, বুধবার ২রা মার্চ (March) কয়েকটা জেলা ছেড়ে প্রায় রাজ্য জুড়ে সকাল থেকেই আকাশ পরিষ্কার। তবে এবার বসন্ত থেকেই তেঁতে উঠতে শুরু করেছে আবহাওয়া। আর আগামী কয়েক দিন এমনটাই থাকবে জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া (Weather) দফতরের পক্ষ থেকে ।
উত্তরের আবহাওয়া: আজ, বুধবার বিকেলে আবহাওয়া দফতরের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী ৪ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং পাহাড়ি জেলা বাদ দিয়ে সমতল জেলাগুলিতে বৃষ্টিপাতের সে রকম কোনো সম্ভাবনা নেই আবহাওয়া শুকনোই থাকবে।তাছাড়াও আগামী পাঁচ দিন রাজ্যে রাতের তাপমাত্রার সে রকম কোনো পরিবর্তন দেখা যাবে না।
দক্ষিণের আবহাওয়া: আজ, বুধবার বিকেলে আবহাওয়া দফতরের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী ৪ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব কয়টি জেলায় বৃষ্টিপাত হবে না আবহাওয়া শুকনোই থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের মতন দক্ষিণবঙ্গেও আগামী পাঁচ দিন রাজ্যে রাতের তাপমাত্রার সে রকম কোনো পরিবর্তন দেখা যাবে না। তবে এই দিন দিঘায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১.১ ডিগ্রি সেলসিয়াস।