রাজ্য

Weather: প্রতিদিন নামছে পারদ, শীতের আমেজ আর কতদিন থাকবে, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর

প্রতিনিধি অনুশ্রী পাড়ই: থার্মোমিটারে পারদের ওঠানামা দেখে, অবশেষে শীতের দাপটের পূর্বাভাস জানালেন আবহাওয়া দপ্তর। সূত্রের খবর, আরো অন্তত দু’দিন পরিস্থিতি এমনই থাকবে। কিন্তু তারপরেই মাথাচাড়া দিতে পারে রাতের তাপমাত্রা। তবে শীত কিন্তু এখনই বিদায় নেবেন না, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর।

এর ফলে জানুয়ারির শেষ সপ্তাহে আবারও এক দফা শীতের কামড় দেখা যাবে কিনা, তা নিয়ে জল্পনা বিস্তার। গতকাল, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রী সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রী কম।

তবে কলকাতার উপকণ্ঠে সল্টলেক ও দমদমের তাপমাত্রা অবশ্য খাস কলকাতা থেকে একটু বেশি ছিল। মহানগরীর আশেপাশের তাপমাত্রা ১২ ডিগ্রী নেমেছিল। তবে শীত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভালোই তার দাপট দেখাচ্ছে। পুরুলিয়ার রাতের তাপমাত্রা ফের সাড়ে ৮ ডিগ্রী ছুঁই ছুঁই করছে। শীতের দাপটে অবশ্য এদিন কোচবিহার ও জলপাইগুড়ি থেকে কিছুটা পেছনে রয়েছে উত্তরের মহানগর শিলিগুড়ি। শ্রীনিকেতন, আসানসোল, পানাগড়ের তাপমাত্রা ১০-১১ ডিগ্রির মধ্যে আছে।

Back to top button