রাজ্য

Weather: বাংলা জুড়ে থাকবে দুদিন জাঁকিয়ে শীত, তবে সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনা ৫ টি জেলায়

পশ্চিমী ঝঞ্জার কুফল নাকি শেষের পথে! বেশ কিছুদিন ধরেই পারদ পতন হয়েছে বাংলায়। আরও বাড়বে উত্তুরে হওয়া। সর্বোচ্চ তাপমাত্রা কমতে পারে প্রায় ৩-৪ ডিগ্রি সেলসিয়াসও। আবহাওয়াবিদদের মতে, এ শীতের স্থায়িত্ব বেশিদিন নয়। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবার চড়বে পারদ। বাঁধা পাবে উত্তুরে হাওয়া। আর পশ্চিমী ঝঞ্ঝা! সে তো আবার ফিরে আসার জন্য ছটফট করছে শীতের ঝোড়ো ইনিংসে বাঁধা সৃষ্টি করে বৃষ্টিবিপদ হয়ে ঝরে পড়বে বলে।

 

প্রসঙ্গত এ শীতের সুখ বেশিদিন উপভোগ করতে পারবে না শীত প্রেমী বাঙালি। স্বাভাবিক সারা বছর অপেক্ষা করে ঠিকমত শীতকে খুঁজে না পেলে সুন্দর সুন্দর সোয়েটার গুলো কে পড়বে! হাওয়া অফিস ইতিমধ্যে পূর্বাভাস দিয়েই দিয়েছে। জানুয়ারির শেষই শীতের শেষ। ৩১ তারিখ থেকেই পারদ উত্থান শুরু হবে। ১ এবং ২ তারিখ বাড়বে পারদ। তাপমাত্রা পৌঁছতে পারে 16 ডিগ্রির আশেপাশে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে থেকেই গরমের আভাস পেতে পারে বাংলা।

সূত্র বলছে, বাঙালির ভ্যালেন্টান্স ডের দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন পশ্চিমী ঝঞ্ঝা তার তাণ্ডব শুরু করতে পারে। অর্থাৎ বৃষ্টি হবেই। ৪ ও ৫ তারিখ গোটা রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হবে (Saraswati Puja weather).

দক্ষিণবঙ্গের পরিবেশ শুষ্ক থাকলেও,উত্তরবঙ্গে ৪ ও ৫ তারিখ হালকা বৃষ্টির সম্ভবনা থাকবে। অর্থাৎ যারা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারের দিকে বসবাস করছেন তারা শীতের মধ্যেও বৃষ্টির ছোঁয়া পাবেন।

Back to top button