রাজ্য
বিশ্বভারতীর রেজিস্ট্রারকে ঘেরাও করে বিক্ষোভ
এবার বিশ্বভারতীর রেজিস্ট্রার আশিস আগরওয়ালকে ঘেরাও করে বিক্ষোভ পড়ুয়াদের। তিন দফা দাবিতে আজ সোমবার সকাল থেকেই উত্তাল বিশ্বভারতীর ক্যাম্পাস। আন্দোলনরত পড়ুয়ারা পাঠভবনে পরীক্ষা বন্ধ করায় বিশ্বভারতীর বিজ্ঞান বিভাগ শিক্ষা ভবনেও পঠন পাঠন বন্ধ করে গেটে তালা ঝুলিয়ে দেয়।
এরপর একটি প্রতিবাদ মিছিল করে সেন্ট্রাল অফিস ঢোকার চেষ্টা করে। সেখানে বিশ্বভারতীর নিরাপত্তাকর্মীরা প্রবল প্রতিরোধ করলেও পড়ুয়াদের জনজোয়ারে এঁটে উঠতে পারেনি। ফলে, পাঁচিল টপকে গেট খুলে তারা প্রবেশ করে বিশ্বভারতীর উপাচার্যের দপ্তরে। দাবি না মানা পর্যন্ত ঘেরাও করে রাখা হবে রেজিস্ট্রার আশিস আগরওয়ালকে। এমন দাবিতে অনড় রয়েছেন ক্ষুব্ধ পড়ুয়ারা।