রাজ্য
BigNews: তৃণমূলের প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা, মুখ্যমন্ত্রী মমতা দিলেন বড় খবর
আসানসোল লোকসভা কেন্দ্রে, আসন্ন উপনির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বলিউড তারকা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা।
আজ একটি টুইট করে এই কথা জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। অপরদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন বলিউডেরই এক নামি গায়ক।
আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল। আসানসোলের প্রার্থী হচ্ছে বলিউড কাঁপানো অভিনেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা।
প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন বিজেপি থেকে তৃণমূলে আসা গায়ক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।