ট্রেনের মাথায় SHORT VIDEO শুট, যুবকের মৃত্যু ঘটে গেলো মুহূর্তেই, শোকে গোটা এলাকা

চুমকি মাইতি,কলকাতা: অসাবধানতা বশত টিকটক করতে গিয়ে এর আগে অনেকেই প্রাণ হারিয়েছেন। এবারেও ঘটল এক ভয়াবহ দুর্ঘটনা। একেবারে ট্রেনের ছাদে উঠে টিকটক করছিল এক যুবক। কিন্তু পরিস্থিতি তার সহায় ছিল না। মারা গেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।
গত বৃহস্পতিবার বিকেলে বেলঘরিয়া টেক্সম্যাকো সাইডিং এলাকায় ঘটেছে এই ঘটনা। জানা গেছে, প্ল্যাটফর্মে অপেক্ষা না করে সাইডিং লাইনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের ওপর উঠে পড়ে যুবকটি এবং টিকটক ভিডিও শুরু করে। হঠাৎই অসাবধানতা হাইটেনশন তারে হাত লেগে যুবকটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। বিদ্যুতের ঝলকানিতে মুহূর্তের মধ্যেই জলজ্যান্ত শরীর মৃত্যুর মুখে ঢলে পড়ে। পুড়ে নিশ্চিহ্ন হয়ে যায় যুবকটির দেহ।
যুবকটির নাম, ঠিকানা কোনোকিছুর খোঁজ এখনও মেলেনি। ঘটনার পর দমদমের জিআরপি অফিসাররা অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান। এই রকম একটি চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে হুলস্থূল পড়ে গেছে বেলঘড়িয়ার টেক্সম্যাকো এলাকায়। পুলিশ একটি মোবাইল ফোন উদ্ধার করে ঘটনাস্থল থেকে, সেখান থেকেই খোঁজ চলছে যুবকটির পরিচয় জানার। প্রত্যক্ষদর্শী গণেশ সাহা জানান, “বেশকিছু বাচ্চা ছেলে টিকটক করছিল। বুঝতে পারেনি হাইটেনশন তারে হাত লেগে যাবে বলে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকটির দেহ পুড়ে কাঠ হয়ে যায়।”
মৃত যুবকটির সঙ্গে আরও বেশ কয়েকজন ছিল বলে জানা গেছে। কিন্তু তারা চোখের সামনে এরকম ঘটনা দেখে সেই স্থান থেকে পালিয়ে গেছে, এমনটাই মতামত স্থানীয় এলাকাবাসীদের। এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন মাথায় আসে, রেল সাইডিং এর নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন? যেখানে একজন ট্রেনের মাথায় উঠে পড়ে!!