রাজ্য
ঠাকুর রাকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি উপলক্ষে শোভাযাত্রা থেকে শান্তির বার্তা
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৭ তম জন্মতিথি উপলক্ষে দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন এলাকা থেকে শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই শোভাযাত্রা থেকে শান্তির বার্তা দেওয়া হয়। এদিনের শোভাযাত্রায় হাজির ছিলেন কামারহাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী অরিন্দম ভৌমিক। ঠাকুর পরমহংস দেবের প্রতিকৃতিতে মাল্যদান করে এবং তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করে বর্ণাঢ্য শোভাযাত্রা ১৪ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে। জয়ী প্রার্থী অরিন্দম ভৌমিকের দাবি, যুদ্ধ নয়। শান্তি চাই। এই বার্তা দিতেই এদিন শোভাযাত্রার করা হয়েছিল।