রাজ্য

রবিবার থেকে আসবে ঝেঁপে বৃষ্টি, ভাসতে চলেছে বাংলার ৭টি জেলা

বর্ষাকাল শেষ হলেও থামছেনা বৃষ্টির প্রকোপ। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বাড়ি বৃষ্টি পাট হতে পারে উত্তর চব্বিশ পরগণা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুরের কিছু অংশে। শুধু ন্যায় নয় আগামী সপ্তাহের শুরুতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি নামার সম্ভাবনা। আগামী সোমবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম, পূর্ব ও পশ্চিম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।

এই মুহূর্তে নিম্নচাপের কারণেই ফুঁসছে বঙ্গোপসাগর। আর এই নিম্নকভ্যাপের কারণেই আগামী রবিবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়াবিদরা মনে করছে আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে বৃষ্টির প্রকোপ।

আগামী রবিবার বিকেলের আগেই মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসার জন্য অনুরোধ করা হয়েছে।

আজ কলকাতার আকাশ সকাল থেকেই ছিল ঝলমলে। আজ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আর বাতাসে এখনো আদ্রতার ভাব থাকায় কিছুটা গরম ও অস্বস্তি অনুভব করছে কলকাতা বাসি। তাই আগামী রবিবার থেকে বৃষ্টি শুরু হলে তা কিছুটা স্বস্তির রূপ নেবে।

Back to top button