রাজ্য

SSC-নিয়ে বিশেষ খবর, ১৪০০০ পদ খালি, কিন্তু কমিশন পড়েছে সমস্যায়

স্কুল সার্ভিস কমিশন উচ্চপ্রাথমিকে জট কাটাতে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে।বর্তমানে রাজ্যের বিভিন্ন স্কুলে শূন্যপদ রয়েছে ১৪০০০।তাই এবার আইনি জটের দ্রুত নিস্পত্তি করার জন্য হাইকোর্টে আবেদন করেছে স্কুল সার্ভিসে কমিশন।ইতিমধ্যে নবম-দশম ও একাদশ -দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া শেষ কিন্তু আইনি জটের কারণেই থিম আছে উচ্চপ্রাথমিকে নিয়োগ।আর এরফলে নতুন নিয়োগ করতে পারছেনা এসএসসি।বিপাকে পরে কমিশন এখন আদালতের দ্বারস্থ হয়েছে।

Back to top button