রবিবার থেকেই সর্দি, জ্বর ও গা ম্যাজ ম্যাজ, সৌরভের হলো করোনার দ্বিতীয় পরীক্ষা এলো ফলাফল
করোনা আক্রান্ত হয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় দলের প্রাক্তন ক্যপ্টেন সৌরভ গাঙ্গুলী। জানাগেছে গত রবিবার থেকেই তার সর্দি, জ্বর ও গা ম্যাজ ম্যাজ করছিলো। ফলে তিনি ডাক্তার সপ্তর্ষি বসুর পরামর্শে করোনা পরীক্ষা করান।
প্রাথমিকভাবে পরীক্ষাতে রিপোর্ট পজিটিভ আসে। এরপর তার আরো একবার পরীক্ষা করা হয় সেই রিপোর্টও তার পজিটিভ আসে।
প্রসঙ্গত, বাংলার মহারাজ বলে পরিচিত সৌরভ গাঙ্গুলী করোনা আক্রান্ত হয়ে ভর্তি হলেন উডল্যান্ডস হাসপাতালে। প্রসঙ্গত চলতি বছরেই সৌরভ গাঙ্গুলী আক্রান্ত হয়েছিলেন হার্টের সমস্যায়। আর এবার ফের তিনি হাসপাতালে ভর্তি হলেন করোনা আক্রান্ত হয়ে।
গতকাল তাই তিনি হাসপাতালে ঢোকার পথে গেটের সামনে সান্টাক্লজকে দেখে তিনি মজার চলে বলেন “সান্তার জায়গায় আমার মুখ বসিয়ে দেওয়া যায়। কারণ এখানে একই বছরে একাধিকবার আসতে হয়।