প্রজাতন্ত্র দিবসে একটা নেতাজির ট্যাবলো থাকলে কি অসুবিধে হতো? মোদি সরকারকে প্রশ্ন মমতার

নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনে কেন্দ্র সরকারকে প্রশ্ন ছুড়ে দিলেন মমতা। তিনি জানতে চাইলেন প্রজাতন্ত্র দিবসে নেতাজির ট্যাবলো থাকলে কি অসুবিধে হতো ? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও বলেন যে দেশের সমস্ত ঐতিহ্য নষ্ট করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। নেতাজির ট্যাবলো কেন বাতিল করা হয়েছে তা রাজ্যকে এখনো জানানো হয়নি বলেও তোপ দেগেছেন তিনি। পরিশেষে তিনি আরও জানান যে এবার রেডরোডে চলবে ট্যাবলো। বাংলার চাপেই দিল্লিতে নেতাজির মূর্তি তৈরী করা হচ্ছে।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন জানান ‘নেতাজির সম্মানার্থে আমরা স্কুলে স্কুলে জয়হিন্দ বাহিনী গড়ে তুলবো। এছাড়া পাঠ্যপুস্তকে দেশপ্রেমের ইতিহাস পড়ানো হবে এবং নেতাজির নামে আরো একটি বিশ্ববিদ্যালয় খোলা হবে।
প্রসঙ্গত, নেতাজির মূর্তিতে মাল্যদান করে ফের একবার নাম না করে মোদি সরকারকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন ‘যারা ধর্মের নামে দেশ ভাগ করতে চাইছেন, তাদের বলবো দোয়া করে নেতাজি , রবীদ্রনাথ , বিবেকানন্দ পড়ে দেখুন। ভাগাভাগি করে দেশভাগ করে জাতীয়তাবাদ দেখানো যায়না। আমি চাই গান্ধীজি কাকে বেশি ভালোবাসতেন, তা নিয়ে বিতর্ক হোক। স্কুলের পাঠ্য পুস্তকে পড়ানো হোক দেশপ্রেমের ইতিহাস।