রাজ্য

Partha-Arpita: আমি খাবো না, জেদ ধরলেন পার্থ, অর্পিতা বোঝাতেই হয়ে গেলেন বাধ্য ছেলে

ইডি আধিকারিকরা পার্থ চ্যাটার্জি ও অর্পিতা মুখার্জিকে নিয়ে প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে। আর এবার জানাগেলো যে সন্ধ্যায় পার্থ চ্যাটার্জি টার ডায়বেটিসের ওষুধ খেতে চাইছিলেন না। আর সেই সময় অর্পিতা চ্যাটার্জির দ্বারস্থ হন ইডি আধিকারিকরা।

এরপর অর্পিতা গিয়ে পার্থ কে ওষুধ খেতে অনুরোধ করেন। কিন্তু তবুও তিনি জেদ ধরে থাকলে অর্পিতা গলার সুর ছড়িয়ে বলেন ‘স্যার ওষুধ গুলো খেয়েনিন।’সঙ্গে সঙ্গে সেই কথা ওষুধের মতো কাজ করে ও পার্থ চ্যাটার্জি ওষুধ খেতে রাজি হয়ে যান।

প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখার্জিকে টানা জেরা করছে ইডি। গত শনিবার দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন দু’জনেই। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর টানা জেরার মুখে পার্থ এবং অর্পিতা। মাঝে মাঝেই কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখার্জি। চোখে জল চলে আসে সদ্য প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও। বারবার ছেড়ে দেওয়ার কাতর আর্জি জানালেন দুজনেই।

জেরার মুখে পড়ে দুজনেই দাবি করছেন তাঁরা নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার। দুজনেরই খাবারের ক্ষেত্রে তীব্র অনীহা দেখা গিয়েছে। একই সঙ্গে দুজনেরই রাতে ঘুম প্রায় হয়নি বললেই চলে। কোন ধরণের ষড়যন্ত্রের কথা বলেছেন পার্থ চট্টোপাধ্যায় সেটা জানার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি।

এর আগে শারীরিক পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পার্থ এবং অর্পিতাকে। সেখানে গিয়েই ‘আমি ষড়যন্ত্রের শিকার’ বলে বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। একথা তিনি কেন বললেন সেটা জানতে টানা জেরা চালিয়ে যাচ্ছে ইডি।

Back to top button