রাজ্য

নেতাজির ট্যাবলো বাতিল করে বাংলার অপমান! মামলা হাইকোর্টে

স্বাধীনতা দিবসের পর ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করতে চলেছি আমরা। তবে প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাতিল নিয়ে আর বিতর্কের শেষ নেই। এই বিষয়ে কেন্দ্র রাজ্য একাধিক চিঠি-পালটা চিঠি দেওয়া হয়েছে। তবে এবার কলকাতা হাইকোর্টে নেতাজির ট্যাবলো বাতিল নিয়ে মামলা করা হলো এবং এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে শুরু হলো বিতর্ক। আবেদনকারীর দাবি অনুযায়ী, বঙ্গসন্তান নেতাজির নামাঙ্কিত ট্যাবলো বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। আর তা করে শুধু নেতাজির অপমান নয়, বাংলার অপমান করা হয়েছে। আর এই মর্মেই আজ কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়।

দিল্লি এই বছর স্বাধীনতার ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে। এর ওপরে সমস্ত থিম সাজানো হয়েছে এবং সেখানে নেতাজির নামাঙ্কিত একটি ট্যাবলো রাজ্যের তরফ থেকেও পাঠানো হয়। নেতাজির আবেগকে দেশের জনগণের সামনে তুলে ধরতেই এই প্রচেষ্টা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের।

তবে কেন্দ্র সেই ট্যাবলো বাতিল করে দেয়। আর এ থেকেই কেন্দ্র ও রাজ্যের সংঘাত শুরু হয়। পাশাপাশি শাসকদলেরা বাঙালি আবেগে আঘাত করেছে বলে প্রচার করতে শুরু করে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লেখেন। এই চিঠিতে তিনি নেতাজির ট্যাবলোকে ছাড় দেওয়ার কথা বলেন।

Back to top button