রাজ্য
মুর্শিদাবাদের বহরমপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই
শুক্রবার মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার বহরমপুর নিজের অফিসে এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাত্রে বহরমপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুরের কদবেলতলা এলাকায় তল্লাশি চালিয়ে মান্নান সেখ (৩৫) এবং মুরসেলিম মন্ডল(১৯) নামে দুই যুবককে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৭ টি 7mm পিস্তল, ১৪ টি ম্যাগাজিন এবং ৩২ রাউন্ড তাজা কার্তুজ। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, ধৃতদের বাড়ি মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানা এলাকায়। ধৃতরা বিহারের ভাগলপুরের চম্পানগর এলাকা থেকে আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে এসে এখানে বিক্রির উদ্দেশ্য ছিল। ধৃতদের আজ বহরমপুর জেলা জজ আদালতে তোলা হলে, পুলিশ ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।
Youtube Video:- https://youtu.be/rMM9kZAKF20