রাজ্য

পুরসভা ভোট: দু’টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা কমিশনের, পাল্টা কঠাক্ষ বিরোধী নেতাদের

গতকাল, রবিবার রাজ্যজুড়ে ১০৮টি পুরসভায় মোট ২২৭৬টি ওয়ার্ডে ভোট গ্রহণ হয়েছে। তবে এই সকাল থেকেই শুধু ভোটের পাশাপাশি হয়েছিল বুথদখল, ছাপ্পা, রিগিং, ভুয়ো ভোটার ধরা পরা সহ একাধিক ঘটনা। ২৪টিরও বেশি ইভিএম ভাঙার অভিযোগ গিয়েছে নির্বাচন কমিশনে। কাজে বলা যেতেই পারে এই ভোট জুড়ে বিরোধীদের অভিযোগের কোনো কমি নেই। যার কারণে বিরোধীরা বহু ওয়ার্ডে পুনর্নির্বিচানের দাবি জানিয়েছেন। তবে নির্বাচন কমিশন (ELECTION COMMISSION) পুনর্নির্বাচন করবেন মাত্র দুটি বুথে। আজ, সোমবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর নির্বাচন কমিশন এই পুনর্নির্বাচন ঘোষণা করেন।

তবে মাত্র দুটি বুথে পুনর্নির্বাচন ঘোষণা হলে পাল্টা প্রতিক্রিয়া জানান বিরোধীরা। এই দিন পুনর্নির্বাচন ঘোষণা নিয়ে বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,’শান্তিপূর্ণ ছাপ্পা হয়েছে। তার পরে কী দরকার পুনর্ভোটের? নির্বাচন কমিশন মাত্র দুটি বুথে পুনর্নির্বাচন না ঘোষণা করলেই ভালো করত। কী হবে মাত্র দুটি বুথে পুনরায় ভোট করিয়ে।’

পাশাপাশি সিপিএম (CPM) নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘শান্তিপূর্ণ ভোট হয়েছে। তাহলে কী দরকার দুটি বুথে পুনর্নির্বাচনের। এই হাস্যাস্পদ সিদ্ধান্ত না নিলেই পারত নির্বাচন কমিশন।’ শুধু তাই নয় নির্বাচন কমিশনকে ছাড়লেন না প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর চৌধুরীও। তিনি এই বিষয় নিলেন বলেন,নির্বাচন কমিশন ব্যর্থ সুষ্ঠু ভোট করতে। এবার মাত্র দুটি বুথে পুনর্নির্বাচন করে নির্বাচন কমিশন ফের একবার তাদের অযোগ্যতার পরিচয় দিল।

Back to top button