পুরসভা নির্বাচন: ভোট সন্ত্রাস নিয়ে হাজার অভিযোগ, পুনর্নির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন!
গতকাল, রবিবার রাজ্যজুড়ে ১০৮টি পুরসভায় ভোট গ্রহণ হয়েছিল। তবে শুধু ভোট নয় হয়েছে বুথদখল, ছাপ্পা, রিগিং, ভুয়ো ভোটার ধরা পরা সহ একাধিক ঘটনা। সুতরাং বলা যেতেই পারে এই ভোট জুড়ে অভিযোগের কোনো কমি নেই। যার কারণে বিরোধীরা বহু ওয়ার্ডে পুনর্নির্বিচানের দাবি জানিয়েছেন। তবে নির্বাচন কমিশন পুনর্নির্বাচন করবেন মাত্র দুটি বুথে। আজ, সোমবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর নির্বাচন কমিশন এই পুনর্নির্বাচন ঘোষণা করেন।শ্রীরামপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথ ও দমদম পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের চার নম্বর বুথে পুনরায় ভোটগ্রহণ করা হবে ।
এই দিন রাজ্যে হওয়া ভোটে লাগাম ছাড়া সন্ত্রাসের কারণে নির্বাচন কমিশনকে তলব করেছিল রাজ্যপাল। বিরোধের অভিযোগ রাজ্যের ভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করার কথা বলেছিল নির্বাচন কমিশন। কিন্তু দেখা যাচছে নির্বাচন কমিশন সেই দায়িত্ব পালন করতে পারেনি। ফলে ভোট হয়েছে সন্ত্রাসের আবহে। বাংলার পুরভোটে বুথদখল, হিংসা, রিগিং, ছাপ্পা হয়েছে। ভোটের নামে হয়েছে চূড়ান্ত প্রহসন।সেই কারণেই বাংলার একাধিক পুরসভার বহু ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবি তুলেছিলেন বিরোধীরা। বিজেপি থেকে সিপিএম তথা বামফ্রন্ট, কংগ্রেস, এমনকী নির্দলের তরফেও পুনর্ভোটের আবেদন করা হয়।