মেডিকেল পড়তে গিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে বীজপুরের সায়ন ও পূজা, উদ্বিগ্ন দুই পরিবার
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- মেডিকেল পড়তে গিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে বীজপুর থানার কাঁচড়াপাড়া বাগমোড় বাগবাজার রোডের বাসিন্দা সায়ন ঘোষ। ২০২১ সালের ২৪ নভেম্বর দিল্লি থেকে বিমানে ইউক্রেনে পাড়ি দিয়েছিল সায়ন। সেখানে ইউক্রেনের লাবিব শহরে সে ছিল। সায়নের বাবা সুশান্ত ঘোষ জানান, ১৭ ঘন্টা ইউক্রেন চেকপোস্টে আটকে থাকার পর, বৃহস্পতিবার সকালে হাঙ্গেরীতে ইন্ডিয়া এম্বেসি ছেলেকে পিকআপ করেছে। তবে নেট ঠিকমতো না চলায় যোগাযোগ করতে পারছে না। শুধু হোয়্যাটস এপে ম্যাসেজ দিয়ে জানাচ্ছে। এখনও পর্যন্ত ছেলেকে ঘর দেওয়া হয়নি। ছেলে এখনও খুব কষ্টের মধ্যেই আছে। বীজপুর থানার হালিশহর জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ার বাসিন্দা ১৯ বছরের পূজা ঘোষও ইউক্রেনে মেডিকেল পড়তে গিয়ে আটকে পড়েছে। জেফরোজিয়া স্টেট মেডিকেল ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্রী পূজা। পূজার মা বর্ণালী দেবী জানান, ২০২১ সালের ১২ ডিসেম্বর মেয়ে মেডিকেল পড়তে ইউক্রেনে গিয়েছিল। যুদ্ধের সময় ব্যাংকারে থাকতে হয়েছিল। এখন হাঙ্গেরীতে ইন্ডিয়া এম্বেসিতে মেয়ে রয়েছে। মেয়ে আপাতত নিরাপদে আছে। ভারত সরকারের কাছে দুই ঘোষ পরিবারের দাবি, সায়ন- পূজা-সহ সকল বাচ্চাদের শীঘ্রই বাড়িতে ফিরিয়ে আনা হোক।