রাজ্য

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি জয়ন্তীতে জাতীয় ছুটির দাবিতে তীব্র বিতর্ক

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি জয়ন্তীতে জাতীয় ছুটি ঘোষণার দাবিকে তীব্র নিশানা করলেন। তিনি এই বিষয়ে বলেন যে, ‘আজকের দিনে নেতাজির ত্যাগ, আদর্শ বর্তমান প্রজন্মকে স্মরণ করানোর কথা এবং আজকের দিনে মাননীয়ার উচিত ছিল বিতর্কের উর্ধ্বে থেকে উদযাপন করা। তবে তিনি সেটাও করেননি।

এই বিষয় নিয়ে তীব্র নিশানা করেছেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি নেতাজির মূর্তিতে মাল্যদান করে তীব্র নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তিনি কটাক্ষ করে টুইটে লিখেছেন, আমি মাননীয়া মুখ্যমন্ত্রীকে সম্মান দিয়ে বলি, ওনাকে ট্যুইটটি কেউ লিখে দিয়েছে। এইসব দিনে বিতর্কের উর্ধ্বে থাকতে হয়। মাননীয়ার উচিত বিতর্কের উর্ধ্বে উঠে আজকের দিনে নেতাজির ত্যাগ, আদর্শ বর্তমান প্রজন্মকে স্মরণ করানো। তাই প্রধানমন্ত্রী এই দিনটিকে পরাক্রম দিবস হিসাবে পালিত করেন।’

পুরো দেশ জুড়ে আজ ২৩ জানুয়ারি উদযাপিত হচ্ছে নেতাজির জন্মদিবস। এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা সকালেই দেশবাসীর সকলকেই নেতাজি জয়ন্তির শুভেচ্ছা জানিয়ে টুইট করেন। পাশাপাশি তিনি টুইটে কেন্দ্রের কাছে এই দিনটাকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করার দাবিও করেন। তিনি বলেন যে, ‘দেশবাসীকে নেতাজিকে স্মরণ করার এবং শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেওয়া উচিত। তিনি জাতীর এবং বিশ্বের নায়ক।’

Back to top button