রাজ্য

ম্যাজিক শো চলাকলীন স্কুল ছাত্রীকেগলা কেটে খুনের চেষ্টা

আশিস সিংহ’-র রিপোর্ট।

মেদিনীপুর জেলার পিঙ্লা থানার খিরাই এ ম্যাজিক শো চলাকালীন একটি স্কুল ছাত্রী ষোল বছরের আস্ফা খাতুন কে গলা কেটে খুন করার চেষ্টা হয় বলে অভিযোগ করেন মেয়েটির মা।

তিনি বলেন এদিন সন্ধ্যায় এই এলাকায় ম্যাজিক শো দেখতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে আসে, তখন রাস্তায় কয়েকজন যুবক তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে গলা কেটে খুন করার চেষ্টা করে বলে অভিযোগ করেন।

বর্তমানে আহত অবস্থায় মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।
এই ঘটনার প্রতিবাদে এদিন সকালে স্থানীয় মানুষ জন অপরাধীকে গ্রেপ্তার ও দৃস্টান্ত মুলক শাস্তির দাবীতে পথ অবরোধ করেন এবং অপরাধীকে গ্রেপ্তার না করা পর্য্যন্ত অবরোধ চলবে বলে জানিয়ে দেন।এদিন।সকাল দশটা পর্য্যন্ত পুলিশঅবরোধ তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা যায় ।এবিষয়ে আহত মেয়েটির মা কি বললেন শুনুন।

Back to top button