রাজ্য

ভারত সেবাশ্রম সঙ্ঘে নেতাজির জন্মদিন পালন

আশিস সিংহে র রিপোর্ট , কলকাতা।

এদিন দেশ জুড়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর একশো ছাব্বিশ তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে কলকাতার বালিগঞ্জ এ ভারত সেবাশ্রম সংঘের কার্যালয়ে পালিত হয় ।

ভারতের স্বাধীনতা সংগ্রামে সরাসরি অংশ নিয়েছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা। সঙ্ঘের প্রতিষ্টাতা স্বামী প্রনবানন্দ মহারাজ ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রেরনা৷ স্বাধীনতা আন্দলনের সুতিকাগৃহ ভারত সেবাশ্রম সঙ্ঘে পালিত হল নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস।

এই উপলক্ষে কলকাতার বালিগঞ্জে সঙ্ঘের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে পতাকা উত্তোলন করে নেতাজি মুর্তিতে মাল্যদান করেন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ।

নেতাজির নানা কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন সঙ্ঘের অন্যান্য সন্নাসীরা।

সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্টাতা স্বামী প্রনবানন্দ মহারাজ উদ্বুদ্ধ করেছিলেন ততকালীন বিপ্লবীদের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে।

এদিন তিনি জানান সঙ্ঘের বেশ কয়েকজন সন্নাসী সরাসরি স্বাধীনতা বিপ্লবে অংশ নেন এবং সকলের প্রচেষ্টায় ও নেতাজির নেতৃত্বে সেই সময় দেশ স্বাধীনতা লাভ করে।

Back to top button