রাজ্য
জগদ্দলের মেঘনা জুট মিলের ব্যাচিং বিভাগে বিধ্বংসী আগুন
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- জগদ্দলের মেঘনা জুটমিলের ব্যাটিং বিভাগে মঙ্গলবার সকাল দশটা নাগাদ বিধ্বংসী আগুন লাগে। দমকলের তিনটি ইঞ্জিন এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রেন আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
মিলের চিফ ইঞ্জিনিয়ার ডি ডি চৌধুরী বলেন, ব্যাচিং বিভাগের ফোর সাইড এদিন সকাল ৯-৫৫ মিনিট নাগাদ আগুন লাগে। মজুত থাকা প্রচুর পরিমানে পাট পুড়ে গিয়েছে। প্রথমে মিলের শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে। তারপর দমকলের তিনটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুনে মজুত থাকা পাট, মেশিনারি ও ইলেকট্রিকের ক্ষতি হয়ে। ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। চিফ ইঞ্জিনিয়ার বলেন, কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট কিংবা মেশিন থেকেই আগুন ছড়িয়েছে।