জাতীয় ফুল পদ্মকে অবমাননা, মদন মিত্রের নামে থানায় দায়ের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- গত ২৬ জানুয়ারি সন্ধেয় কামারহাটি কেন্দ্রের বিধায়ক মদন মিত্র বেলঘড়িয়া ১৭ পল্লী নাগরিক সমিতির পৌষ মেলা ও পুষ্প প্রদর্শনী মেলায় এসে জাতীয় ফুল পদ্মকে ছিড়ে তিনি পদ্মকে বয়কট করার ঘোষণা করেন। সেই ঘটনার প্রতিবাদে শনিবার সকালে বিজেপির কলকাতা উত্তর শহরতলী জেলার মাইনরিটি মোর্চা সভাপতি শেখ রমজান আলী বেশ কয়েকজন বিজেপি কর্মীকে নিয়ে রহড়া থানায় আসেন।
তারপর তারা রহড়া থানায় কামারহাটি বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি থানা থেকে বেরিয়ে সাধারণ মানুষের মধ্যে পদ্মফুল বিতরণ করেন এবং সাধারণ মানুষ পদ্মফুল সদরে গ্রহণ করেন। বিজেপি নেতা রমজান আলী বলেন, পদ্মফুল ছিঁড়ে ওনি সনাতনীদের অপমানিত করেছেন। একজন জনপ্রতিনিধি হয়ে ওনি জাতীয় ফুলকে অবমাননা করেছেন। সেইজন্য ওনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রমজান আলীর দাবি, আড়াই বছর ওনি জেল খেটেছেন। এখন ওনার কথা কেউ বিশ্বাস করবে না|