রাজ্য

স্কুল খুললে মানতে হবে কি কি নিয়ম? জেলাগুলিতে নির্দেশিকা পাঠালো রাজ্য

করোনা অতিমারী শুরু হওয়ার পর পেরিয়ে গেছে ৬ মাস এখনো দেশে চলছে তার আতঙ্ক। আর সেই আতঙ্কের মাঝেই চেষ্টা করা হচ্ছে সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক করার। তাই সমস্ত রাজ্যগুলিকে স্কুল খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্র। যদিও পশ্চিমবঙ্গে স্কুল খোলার বিষয়ে নেওয়া হয়নি কোনও সিদ্ধান্ত। তবে জানা গেছে যদি করোনা আবহে স্কুল খোলা হয় তবে মানতে হবে বিশেষ কিছু নিয়ম। তাই স্কুল খোলার আগেই স্কুল কর্তৃপক্ষদের কাছে পাঠানো হয়েছে বিশেষ ওই নির্দেশিকা।

করোনা পরিস্থিতির মাঝে স্কুল খোলা হলে মানতে হবে যেসব নিয়ম –

১) প্রত্যেক স্কুলকে একটি করে চেকলিষ্ট দেওয়া হবে।

২) পুরো স্কুল স্যানিটাইজ করতে হবে।

৩) স্কুলে পাঠানোর আগে এবং পরে পড়ুয়াদের স্যানিটাইজ করতে হবে।

৪) এক বেঞ্চে দুই জনের বেশি বসতে দেওয়া হবে না।

৫) স্কুলে থাকাকালীন অবস্থায় শিক্ষক বা পড়ুয়ারা কেউই মাস্ক খুলতে পারবেন না।

৬) স্কুলে ঢোকা ও বেরোনোর সময় ১ মিটার দূরত্ব প্রত্যেককে মানতে হবে।

৭) স্কুলে কোনোরকম জমায়েত করা যাবে না।

Back to top button