রাজ্য

বন্দুক উঁচিয়ে হুমকি, গ্রেপ্তার জামাই

নদীয়ায় শ্বশুরবাড়ির লোকজনকে বন্দুক উঁচিয়ে হুমকির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে। তিনি নাকাশিপাড়ায় নিজের শ্বশুরবাড়ি এসেছিলেন। সেখানেই তিনি শ্বশুরবাড়ির লোককে বন্দুক দিয়ে শাসান।

রবিবার রাতেই তাঁকে আটক করে পুলিস। উদ্ধার হয় একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি। এব্যাপারে নদীয়ার অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) কৃষ্ণেন্দু রায় বলেন, নাকাশিপাড়া থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিস। সে কোথা থেকে বন্দুক পেল তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

Back to top button